
naba aashray
SUPPOrT US

আমার যে এই নব আশ্রয় সংস্থা নিয়ে এতো বড়ো স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সাধারণ মানুষের সাহায্য লাগবে। তাই আমাদের সংস্থার তরফ থেকে একান্ত অনুরোধ, আমাদের পাশে থেকে আমাদের সাহায্য করবেন, যাতে আমরা এই কাজ চালিয়ে যেতে পারি। আমি সাধারণ মানুষ ও মানসিক ভারসাম্যহীন মানুষদের আশ্রয় দেবার জন্য একটা বিশাল বড়ো জায়গা সংস্থার নামে বরাদ্দ করেছি। আর্থিক সহায়তার অবশ্যই প্রয়োজন হবে। কারণ, এটা একটা অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা। আমাদের এখানে সম্পূর্ণ কাজ নিস্বার্থ ভাবে করা হয়। এইবার আপনারও যদি নিস্বার্থ ভাবে আমাদের সঙ্গ দেন, তাহলে আমাদের সংস্থা উপকৃত হবে এবং লালগোলার অসহায় মানুষগুলোও উপকৃত হবে।
আপনার মন থেকে যে যা পারবেন, তাই আপনার দান করতে পারেন। আমরা এই সংস্থায় ১ টাকা পর্যন্ত গ্রহণ করবো। যে যার খুশি মতো দিতে পারেন। কারণ বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। এবং সেই টাকাগুলো আমরা অসহায় মানুষদের কাজে লাগাতে পারবো।
WAYS YOU CAN DONATE
In Person
Address:
Krishnapur (Arshi Nagar), Hospital Road, Lalgola, Murshidabad - 742148
Online via Net Banking
AC No. 5558010039367
IFSC. UTBI0RRBBGB
Name. NABA AASHRAY
Over the Phone
Contact Number
+91 8371835657