top of page

'নব আশ্রয়' আপনার পাশে আছে,         আপনার সাথে আছে

'নব আশ্রয়' একটি সেচ্ছাসেবী সংস্থা

Our MISSION

আর্ত, পীড়িত ও দিশাহীন ভবঘুরে মানুষদের আশ্রয় দেওয়া ও তাঁদেরকে আমাদের সংস্থায় রেখে তাঁদের সেবা করে, চিকিৎসা করে তাঁদের আপন ঠিকনায় পাঠানো আমাদের ব্রত।
এই ধরনের কাজ আমি দীর্ঘদিন ধরে করে আসছি, এবং এই কাজ আরও ব্যাপক ভাবে করার জন্য এই "নব আশ্রয়" নামের সেবামূলক সংস্থার সূচনা করেছি। এটি সম্পূর্ণ অলাভজনক সংস্থা এবং এই সংস্থা চালানোর জন্য অবশ্যই লালগোলাবাসীর সাহায্যের প্রয়োজন হবে।

Take a
Pledge!
LATEST NEWS

মানসিক ভারসাম্যহীন ও অসহায় ভবঘুরে অনেক মানুষ আমরা লালগোলা থেকে উদ্ধার করেছি।  এবং তাঁদের সেবা ও চিকিৎসা দিয়ে ও তাঁদের ঠিকানা উদ্ধার করে তাঁদের নিজেদের বাড়ি পৌঁছে দিয়েছি। কালিয়াচক, মহারাষ্ট্র, মেদিনীপুর, মালদা-সহ দেশের বিভিন্ন প্রান্তের সেই ভারসাম্যহীন মানুষগুলোকে সুস্থ করে আমরা তাঁদের বাড়ি পাঠিয়েছি। সেই মানুষগুলো হয়তো কারও বাবা, মা, ভাই , বোন। ২০১৬ সাল থেকে এই সমস্ত কাজ আমি পুরোপুরি ভাবে করছি। এইসব নিয়ে আমাদের খবরা খবর। 

SUBSCRIBE

Subscribe to Our Newsletter

Thanks for submitting!

OUR EVENTS

No events at the moment

COVER copy.jpg

GIVE TODAY TO HELP End Hunger

Contact Us

Krishnapur (Arshi Nagar), Hospital Road, Lalgola, Murshidabad - 742148

Connect with us
OIP.jpg
SUBSCRIBE

Thanks for submitting!

Registered Charity Number : IV 050100220/2019

© 2021 by NABA  AASHRAY. Proudly created with Kunal Dhar.

bottom of page