top of page
Search

স্বেচ্ছাশ্রমে সবুজায়ন--

  • Naba Aashray
  • Aug 17, 2020
  • 1 min read

দিকে দিকে যখন সবুজ ধ্বংসের ধুম তখন স্বেচ্ছাশ্রমে বৃক্ষরোপণ করে বনসৃজনের বার্তা দিচ্ছেন লালগোলার নব আশ্রয় সংস্থার কর্ণধার মাইনুদ্দিন সেখ। প্রতিবছর নিয়ম করে চারশত থেকে পাঁচশত গাছ লাগান তিনি। প্রথম দিকে একাই একাজে তৎপর হলেও পরে সঙ্গী হিসেবে পেয়েছেন হাসানুজ্জামান ,রিন্টু শেখ, সাগির হোসেন, শাহিদুজ্জামান, মইদুল ইসলাম, ইলিয়াস সুমন আরো অনেককে ।লালগোলা  ব্লকের অধীনস্থ ঝাউবোনা মাদ্রাসা, হরিপুর সিনিয়র মাদ্রাসা, রামনগর মাদ্রাসা ও রামনগর কবরস্থান, টিকটিকি পাড়া কবরস্থান, প্রসাদপুর, শিকারপুর , লালগোলা কলেজ সহ বিভিন্ন জায়গায় তাঁদের উদ্যোগে  জারুল, জাম, দেবদারু,ফকস্ টেল পাম, মেহগনি ইত্যাদি গাছ লাগানো হয়েছে ।এ বছর গত দুইদিন ধরে দুইশতাধিক  গাছ লাগানো হয়েছে এই কর্মসূচি এখন চলতেই থাকবে। নিজেদের উৎসাহে গাছ লাগিয়ে সবুজ সম্প্রসারণের এই মহৎ উদ্যোগে এলাকাবাসী খুব খুশি ।


 
 
 

Comments


Contact Us

Krishnapur (Arshi Nagar), Hospital Road, Lalgola, Murshidabad - 742148

Connect with us
OIP.jpg
SUBSCRIBE

Thanks for submitting!

Registered Charity Number : IV 050100220/2019

© 2021 by NABA  AASHRAY. Proudly created with Kunal Dhar.

bottom of page