মানবিকতার নজির লালগোলায়--
- Naba Aashray
- Aug 17, 2020
- 1 min read
দেশ জুড়ে চলা লক ডাউনেও এক মানসিক ভারসাম্যহীনকে সেবা শুশ্রূষা করে মুর্শিদাবাদের লালগোলা থেকে 100 কিঃমিঃ দূরে বীরভূমের সাঁইথিয়া, আহমেদপুর হয়ে প্রত্যন্ত এলাকা ঘোটাল পাড়ায় তার বাড়িতে রেখে এলেন নব আশ্রয়ের স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার মাইনুদ্দিন সেখ এবং তার সহযোদ্ধা মনোয়ারুল ইসলাম, মোঃ হাসান এবং জনি।
লক্ ডাউন শুরুর এর দেড় মাস আগেই লালগোলার শাহিদুজ্জামান, সাগির ও রাজ্জাক গোবিন্দ রায় নামে ঐ মানসিক ভারসাম্যহীন কে দেখার পর বিশিষ্ট সমাজ দরদী মাইনুদ্দিন সাহেবের দৃষ্টি গোচরে বিষয়টি আনলে মাইনুদ্দিন সাহেব তাকে নিজের আস্তানায় আশ্রয় দেন এবং কৃষ্ণপুর হাসপাতালে চিকিৎসা ও তিন বেলা আহারের ব্যবস্থা করেন। এ কাজে তাঁকে সহযোগিতা করেন প্রতিবেশী বুলবুল সেখ ও চিত্রকর মোঃ মিজানুর খান। স্থানীয় থানায় যোগাযোগ করে গোবিন্দর বাড়ির খোঁজ পেলেও তাকে এত দূরে এসে ফিরিয়ে নিয়ে যেতে তার বাড়ির লোক গরজ দেখায় না ।এমতাবস্থায় মাইনুদ্দিন সাহেব, মনোয়ারুল ইসলাম ,জনি ও হাসানের সাহচর্যে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে গোবিন্দ। ভারসাম্য ফেরার পর সে নিজের বাড়িতে ফেরার জন্য ছটফট করতে থাকে ।তাই গতকাল মাইন উদ্দিন সাহেব তার সহযোগীদের নিয়ে নিজের গাড়িতে করে গোবিন্দর বাড়িতে তাকে রেখে আসেন।
সেখানে গিয়ে জানা যায় গোবিন্দর বাবা কানাই রায় মৃত, বড় ভাই গ্রামে গ্রামে মাছ বিক্রি করে ,ছোট ভাইয়ের রেলে পা কাটার পর ভিক্ষাবৃত্তিই সম্বল। একচালার ভাঙাচোরা বাড়ি। সরকারি সহযোগিতা সেভাবে না পেয়ে কোন রকমে দিন গুজরান হয়। সকলের ভালোবাসায় সুস্থ হওয়া গোবিন্দ নিজের বাসা ফিরে আনন্দ পেলেও কতদিন আবার সুস্থ থাকতে পারবে সেটাই এখন ভাবনার বিষয়।

Comments